অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বেলডাঙ্গা মানবতা রক্ষা কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্প আয়োজন করা হয়েছিল | মাত্র ৮০ জন ব্যাক্তিকে ব্লাড গ্রুপ টেস্ট করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা হাসপাতালে স্বাস্থ আধিকারিক ডক্টর সালমান মন্ডল(বি এম ও এইচ),বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা ভার প্রাপ্ত শিক্ষক মহিদুল ইসলাম, প্রতিবন্ধী সম্মিলনী ,বেলডাঙ্গা১ ব্লক সম্পাদক মিরাজুল সেখ,আরো ব্যক্তিবগ ।

এইসব প্রোগ্রামের জন্য রক্তদাতার সংখ্যা বেড়েই চলেছে। বেলডাঙ্গা মানবতা রক্ষা কমিটি পক্ষ থেকে প্রায় ২৫০ জন ব্যক্তিকে ব্লাড দান করেছেন এবং অসহায় ব্যক্তিদের জন্য বস্ত্র বিতরন,করোনা ভাইরাসে ৩০০ জন ব্যক্তিের হাতে খাদ্য দ্রব্য তুলে দেওয়া হলো।