অবতক খবর,১ অক্টোবরঃ  ভৈরব তলা সার্বজনীন দুর্গাপূজা এবার ৬০ তম বর্ষ পদার্পণ করল। এই পুজোর এবার কার থিম আমেরিকার মাইন্ড বিচে আছে ওয়ান্ডার ওয়াক্স, একটি বাড়ি, এই বাড়িটির বৈশিষ্ট্য, বাড়িটা উল্টো। বাড়ি এবং ভিতর দিকটাও উল্টো। ক্লাবের সম্পাদক সৌগত বিশ্বাস তিনি বলেন সেইটার অনুকরণে আমরা এই টি করার চেষ্টা করেছি।

কেন এই ওয়ান্ডার ওয়াক্স ,সে বিষয়ে তিনি বলেন আমরা সোজা পথে চলছি, মানুষ উল্টে গেলে সেটা কি রকম হয় তার জন্যই আজ ভৈরব তলা সার্বজনীন দুর্গাপূজার এই প্রয়াস।

তিনি সমাজকে এই বার্তা দিতে চাইছেন যে একটা বাড়ি উল্টে গেলে একটি সমাজ পাল্টে গেলে আমরা যেভাবে পৃথিবীর ক্ষতি করে চলেছি, শস্য শ্যামলা এই পৃথিবী চারিদিকে সবুজ, জল আমরা যেভাবে নষ্ট করছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি। সেই জন্য আমরা এর থেকে বলতে চাইছি সোজা পথে চলুন, গাছ বাঁচান তাহলেই আমরা বাঁচবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে।