অবতক খবর,১৭ জুলাইঃ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্যে মণিপুর। হিমালয়ের গঠনকাজ চলার জন্য মাঝেমাঝেই উত্তর-পূর্বের কিছু কিছু রাজ্যে ভূকম্পন অনুভূত হয়।শনিবার গভীর রাতে ১১.৪২ নাগাদ মণিপুরে হাল্কা কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮। মণিপুরের পূর্ব-দক্ষিণ পূর্বের মাইরাংয়ে কম্পনের উৎসস্থল।

মাটির নীচে ৯৪ কিলোমিটার গভীরে সৃষ্টি ভূমিকম্পের। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনো । এর আগে জুলাই মাসের ৫ তারিখ নাগাদ অসমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

মাঝে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে লাগাতার কম্পন হয়। ছোট ছোট কম্পনে কেঁপে ওঠে আন্দামান। গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভূকম্পনের ঘটনায় নজর রাখছে এনসিএস।