অবতক খবর :: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পৌরসভার ৮ নম্বর বিজয়নগরের বাসিন্দা সম্প্রতি গোয়া, চন্ডিগড়, পাঞ্জাব ও কর্ণাটক থেকে আসা চিরঞ্জিত সরকার (টিংকু), তনুশ্রী মন্ডল, পিন্টু বিশ্বাস ও শোভা সাহাদের এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে “করোনা” রোগের সর্তকতা অবলম্বন এর জন্য নৈহাটি থানার পুলিশ এসে COVID19 পরীক্ষার জন্য নির্দেশ দিয়ে গেলেন এবং আগামী দিনের মধ্যে নৈহাটি থানাকে পরীক্ষার রিপোর্ট জমা করতে বলেন ।

এলাকাবাসীর থেকে অভিযোগ করে ওই চার জনই বাইরে থেকে এসে নিজ বাড়িতে বসবাস শুরু করে দিয়েছিলেন COVID19 পরীক্ষা না করে।নৈহাটি থানা সূত্রে আরো জানা যায়, ওই চারজনের নিয়মমাফিক থার্মাল স্ক্রিনিং হলেও COVID19 পরীক্ষা হয়নি।

এলাকাবাসীরা আরো অভিযোগ করেন উক্ত চারজনের মধ্যে তনুশ্রী মন্ডল এর পরিবার কিছুতেই COVID19 পরীক্ষা না চাওয়ার সত্বেও এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত পরীক্ষা করাতে বাধ্য হন।