অবতক খবর,৩০ মার্চ : জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল। কাঠুয়া জেলার সানিয়ালে সীমান্ত পুলিশ চৌকির কাছে এই বিস্ফোরণে বিশাল বড় গর্তের সৃষ্টি হয়েছে। কী থেকে এই বিস্ফোরণ হল তা নিয়ে রহস্য বাড়ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ এবং সেনা।

পুলিশ সূত্রে খবর, কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন সীমান্তলাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে যান জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ। পুলিশ এবং সেনার পদস্থ কর্তারাও সানিয়ালে আসেন। বিস্ফোরণের উৎস কী, তার তল্লাশি চলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রোনে করে সীমান্তের ওপার থেকে আইইডি পাচার করা হচ্ছিল। বিস্ফোরক নীচে ফেলতেই তা ফেটে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা আইইডি পাচারের দাবি করলেও তদন্তে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না পুলিশ এবং সেনা।