অবতক খবর,১৬ এপ্রিল: সিবিআই অফিসারের নাম করে ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রী কে হুমকিফোন, জানা গিয়েছে আজ উপ পৌর প্রধানের স্ত্রীর ফোনে একটি উড়ো ফোন আসে, যেখানে বলা হয় আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি আর যদি রফা করতে হয় তাহলে 40 লক্ষ টাকা নিয়ে আসতে হবে, ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে, যদিও উপ পৌর প্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠে থাকেন পরিবারের সদস্যরা। পরে অবশ্য মেয়ের সাথে যোগাযোগ করা হলে উদ্বেগ খানিকটা কমে।

গোটা বিষয় জানাজানি হতেই দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও সাথে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ স্যাম। তবে উপপৌর প্রধানের পরিবারে উড়ো ফোন আসায় যথারীতি বিজেপি প্রার্থীর দিকেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব।

অপরদিকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন কোন অভিযোগ থাকলে থানায় জানান পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমার ভূত দেখছে তৃণমূল