অবতক খবর,২৬ জুলাইঃ ভাটপাড়া পৌরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ পেনশন উপভোক্তাদের। ভাটপাড়া পৌরসভার মাঝেমধ্যেই পেনশন আটকে যায় পেনশন ভোগীদের। এই নিয়ে তারা আদালতে দারস্ত হয়েছিল। আদালতে নির্দেশে শুরু হয়েছিল পেনশন দেওয়া। কিন্তু আবার সেই পেনশন বিলম্ব, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনো পাননি যারা অবসর নিয়েছেন। জানুয়ারি মাসে পূর্ণ পেনশন পেয়েছিলেন। তারপর থেকে প্রতিমাসে অর্ধেক পেনশন দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে টাকা হাতে এলেই দিয়ে দেওয়া হবে। এমতাবস্থায় পেনশন উপভোক্তারা এবার পৌরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি এই অর্ধেক টাকাতে তাদের সংসার চলে না।

আন্দোলনরত পেনশন হোল্ডারদের দাবি যতদিন পর্যন্ত না তারা এর একটা ব্যবস্থা করছে ততদিন প্রতিদিন তারা এভাবে বিক্ষোভ দেখাবেন।ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, একটু ফান্ড ক্রাইসিস রয়েছে। আমরা দ্রুত সমস্যার সমাধান করে দেবো।