অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,২ নভেম্বর : “ভগবানের ইচ্ছে ছিল, তাই এমন দুর্ঘটনা হয়েছে।” মোরবি সেতু দুর্ঘটনা নিয়ে আদালতে দাবি, ওভেরা সংস্থার ধৃত ম্যানেজার দীপক পারেখের। সরকারের দাবি, সেতুর পুরনো কেবল বদল না করাতেই বিপত্তি।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত সিনিয়র সিভিল জজ এম জে খানের এজলাসে পারেখের এমন দাবি শুনে তাজ্জব সকলেই। এই ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হলেও এখনও বেপত্তা ওরেভা সংস্থার মাথারা। ব্রিজের রক্ষণাবেক্ষণে এবং মেরামতিতে গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেখানে সংস্থার ম্যানেজারের চোখে সবটাই কিনা “ভগবানের ইচ্ছা”। সরকার পক্ষের আইনজীবী অবশ্য পারেখের এই অবাক যুক্তি মানেননি।

মোরবি সেতু দুর্ঘটনায় বুধবারও মাছু নদীতে তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত বহু মানুষ। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা।পুলিশের দাবি ঝুলন্ত ব্রিজের বেশ কিছু কেবল বা তারে মরচে পড়ে গিয়েছিল। সংস্কারের সময় ওই তার বদল করতে এত বড় দুর্ঘটনা হত না বলেই দাবি পুলিশের।