অবতক খবর,১৬ ফেব্রুয়ারি: আজ ব্যারাকপুর ব্লক-১ এর সভাপতি রানা দাশগুপ্ত শিবদাসপুর থেকে একটি বৈঠক সেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ফিরছিলেন।‌হাইওয়ের ধারে তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ান। আর ঠিক সেই সময়ে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে সেখানে দুটি বোমা ছোড়ে এবং গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। রানা দাশগুপ্তর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা তারা এই ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।

অন্যদিকে তৃণমূলের কর্মী-সমর্থকরা জানাচ্ছেন বিজেপি আশ্রিত তথা অর্জুন বাহিনী এই কাজের সঙ্গে যুক্ত।

পথ অবরোধের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ প্রশাসন।

অবরোধকারীদের দাবি, ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

অন্যদিকে রানা দাশগুপ্ত সঙ্গে কথা বললে তিনি জানান, শিবদাসপুর থেকে একটি বৈঠক সেরে ফেরার পথেই এই দুষ্কৃতী হামলা হয়েছে। তবে কি কারণে এবং কারা এই হামলা চালালো তা কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। তবে তার প্রাথমিক অনুমান এলাকার অসামাজিক সমস্ত ক্রিয়াকলাপ তিনি বন্ধ করিয়েছেন আর যার জেরেই আজকের এই ঘটনা।