অবতক খবর,১১ সেপ্টেম্বর: সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে বোমাবাজির ঘটনার পরে নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও সাংসদের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় অভিযোগ করা হয়েছিল শাসক দল এবং প্রশাসনিক নিরাপত্তা ভূমিকা নিয়ে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাটপাড়াতে এসে বলেছিলেন বোমাবাজির ঘটনা তদন্তের দায়িত্ব এন.আই.এ- এর উপর দেওয়া উচিত। আজ সাংসদ অর্জুন সিং-এর বাড়ি সংলগ্ন এলাকায় ১৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হলো।সূত্রের খবর, অশান্ত এলাকায় দুষ্কৃতী কার্যকলাপকে প্রতিরোধের জন্য জগদ্দল থানা যথেষ্ট তৎপরতার সঙ্গে এই ব্যবস্থা গ্রহণ করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার লক্ষ্যে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে।