অবতক খবর,২৯ ডিসেম্বরঃ করোনা যেভাবে ধেয়ে আসছে এবং সরকারি বিধি-নিষেধ যেভাবে লাগু হতে চলেছে সেটা চিন্তা করেই ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের মাথায় হাত পড়ে গেছে। প্রায় দু বছর বাড়িবন্দী সবাই। সবথেকে বেশি প্রভাবিত হয়েছে বাচ্চারা স্কুল বন্ধ খেলার মাঠ বন্ধ সব বন্ধ থাকায় তারা বাড়িবন্দি হয়েছিল গত দু’বছর। এবারে বড়দিনের ছুটি কে সামনে রেখে অনেক বাঙালি রাই পরিবার নিয়ে নানা জায়গায় ভ্রমণের ব্যবস্থা করে রেখেছিল কিন্তু যেভাবে করো না ছড়াচ্ছে তাকে সামনে রেখে সরকারি বিধি-নিষেধ চালু হয়ে গেলে ট্রেন বন্ধ হয়ে গেলে মাঝ রাস্তায় গিয়ে যদি ফেঁসে যেতে হয়, এই আতঙ্কেই কাটাচ্ছেন প্রত্যেকটি দিন এই বাঙালিরা। বুক ভরা আসার বেঁধে শেষ চেষ্টাও অব্দি করে যেতে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে বাঙালিরা, তারা চাইছেন আগের মত লকডাউন যেন না হয়ে যায় ট্রেন যেন স্বাভাবিক চলে এবং তাদের এই ভ্রমণ যেন পরিপূর্ণতায় ভরে যায়।