নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৮ই,নভেম্বর ::ব্যান্ডেল : ব্যান্ডেল পঞ্চায়েতর উদ্দ্যেগে লিচুবাগান মোড়ে এক সেচ্ছা রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো। রক্ত দান শিবিরে উপস্তিত ছিলেন মন্ত্রি তপন দাসগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরিকান্ত মুখার্জি ও ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান রিতু সিং রাম। তিনি বলেন রক্ত দান জীবন দান তাই যতরকম সেবা আছে তার মধ্যে এটি অন্যতম । তাই আমি সমাজের সকল মানুষকে এই কাজের মধ্যেএগিয়ে আসার জন্যে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এই দিন ১২০ জন দাতা রক্ত দান করেন ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চন্দনগরের পুলিস কমিশনার ডক্টর হুমায়ুন কবিরের উপস্তিতিতে শ্রীত বস্ত্র দান করা হয়। পুলিশকমিশনার এদিন তার বক্তব্যে বলেন বলেন যে তার প্রসাসনিক এলাকায় থাকতে গেলে কোনো মানুষকে ভয় দেখানো চলবেনা।

তিনি আরো বলেন যারা এলাকা ছেড়ে চলে গেছে তাদের তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু যারা আছে তারা কোনরকম দুস্করম করলে কোন রেহাই নেই। তিনি ছাড়া এখানে চুঁচুড়া থানার অফিসার প্রদিপ বাবু ও ব্যান্ডেল পুলিশ পোস্টের দায়িত্ব থাকা অফিসার আলি বাবু উপস্থিত ছিলেন।