অবতক খবর,১৯ এপ্রিলঃ তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনই মালিক সমিতির বিরুদ্ধে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করল ৷ বুধবার দুপুরে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের চিরুনি শ্রমিকেরা বনগাঁ রামনগর রোড মোড়ের থেকে বিক্ষোভ মিছিল করে গান্ধী পল্লী এলাকায় একটি চিরুনি কারখানায় সামনে যায় ৷ কারখানার সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করে তারা ৷এদিন শ্রমিকদের সঙ্গে আন্দোলনের সামিল হন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ ও সেলুলয়েড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জন সেন ৷ দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর মালিক সমিতির সদস্য শ্রমিকদের সঙ্গে কথা বলেন ৷

প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি করার কথা বলে মালিক সংগঠন ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে মালিকদের কানে জল ঢুকছে না ৷বেতন বৃদ্ধি না হলে কারখানার কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তারা।

মালিক সমিতির এক সদস্য জানিয়েছেন “ব্যবসা মন্দা চলছে ৷আমরা সকল সদস্যরা বসে আলোচনা করে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে ৷