নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: শ্রম আইন না মেনে বেআইনিভাবে শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে এবং উপযুক্ত পারিশ্রমিক না দিয়ে কাজ করানোর অভিযোগে আইনি ব্যবস্থা নিতে চলেছে শ্রম দপ্তর। চোপড়া ব্লকের হাপতিয়াগছ এলাকায় এমনই একটি অবৈধ ঘটনার অভিযোগ উঠে এসেছে শ্রম দপ্তরের কাছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে ওই দপ্তর। দপ্তরের আধিকারিক শেখ নওশাদ আলী জানান, অবৈধভাবে শ্রম আইন না মেনে এবং তোয়াক্কা না করে ওই কাজ করা হয়েছে।

শ্রমিকদের কোন রকম সুযোগ-সুবিধা দেয়নি ওই ঠিকাদারি সংস্থা। ফলে একটা চরম অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন। উল্লেখ্য সেখানে আঠাশ জন শ্রমিকের কাজ করার কথা দেখানো হয়েছে। কিন্তু কাজ করছে সাতচল্লিশ জন। যারা সঠিক বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা কিছুই পাননি। তাই বরাত প্রাপ্ত সংস্থাকে আট দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে সদুত্তর না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন সহকারী লেবার কমিশনার।