করোনার মহাকাল। জনজীবন আক্রান্ত, আতঙ্কিত।এই কালবেলা।
জীবনমৃত্যুর মহাখেলা….

বেঁচে থাকো
তমাল সাহা

বেঁচে থাকো শামুক খোল, শঙ্খচিল
বেঁচে থাকো নটবরঘাট, মথুরাবিল
বেঁচে থাকো ইছামতী নদী, সুন্দরবন খাঁড়ি
বেঁচে থাকো গেরস্ত মানুষ, বসতিবাড়ি
বেঁচে থাকো চাষির হাল
বেঁচে থাকো খিদের চাল
বেঁচে থাকো গোসাপ গন্ধগোকুল
বেঁচে থাকো শিমুল বকুল
বেঁচে থাকো কুলিমজুর
বেঁচে থাকো কোকিলের সুর
বেঁচে থাকো বালুতট প্রান্তর
বেঁচে থাকো নাবিক বন্দর
বেঁচে থাকো বারিপাত ঝরাপাতা
বেঁচে থাকো খেরোখাতা, হালখাতা।
বেঁচে থাকো ভটভটির মাঝি
বেঁচে থাকো লক্ষ্মণ গাজি
বেঁচে থাকো ভাটিয়ালি গান
বেঁচে থাকো তুলসিতলায় প্রণাম
বেঁচে থাকো কলসি কাঁখে বধূ
বেঁচে থাকো মধুকর মধু
বেঁচে থাকো বাদাবন
বেঁচে থাকো স্নিগ্ধ পবন
বেঁচে থাকো গ্রীষ্ম বর্ষা হেমন্ত
বেঁচে থাকো শীত বসন্ত।
বেঁচে থাকো শারদীয়া বই
বেঁচে থাকো শালি ধানের খই।
বেঁচে থাকো লাল মাটির পথ
বেঁচে থাকো গাঁ গঞ্জ জনপদ
বেঁচে থাকো স্কুল, মাস্টার মশাই
বেঁচে থাকো পদকর্তা গোঁসাই
বেঁচে থাকো আদিবাসী ফুলমণি
বেঁচে থাকো নার্স দিদিমণি
বেঁচে থাকো সূর্যাস্ত, সূর্যোদয়
বেঁচে থাকো আকাশ রৌদ্রময়
বেঁচে থাকো পৃথিবীর সব
বেঁচে থাকো সমুদ্রঢেউ জনরব
বেঁচে থাকো ভালোবাসার কষ্ট
বেঁচে থাকো আগ্রহে উন্মুখ ওষ্ঠ
বেঁচে থাকো আনপড় জীবন
বেঁচে থাকো লড়াই অনুক্ষণ।