অবতক খবর,২৭ এপ্রিলঃ যখন দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছিলো ৪২ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে তখন বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঝমঝমিয়ে শিলাবৃষ্টি শুরু হ’ল বহরমপুর শহরে। স্বাভাবিক ভাবে দিনের তীব্র দাবদাহের পর এই শিলাবৃষ্টিতে স্বস্তির নিশ্বাস নিলো বহরমপুর শহরবাসী। যদিও শুধু বহরমপুর বলা ভুল, কমবেশি এই শিলাবৃষ্টি হয়েছে এদিন দুপুরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়। তবে এই সময়ে এই শিলাবৃষ্টির কারণে একদিকে যেমন রীতিমতো ভাবে ক্ষতিগ্রস্ত হবে ধান চাষীরা, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার ভাঁজ দেখা দিবে জেলার আমচাষীদের কপালেও।