জাহাঙ্গীরপুর নয়াদিল্লিতে বুলডোজারের হামলায় গুঁড়িয়ে গেল ঝুপড়ি বস্তিগুলি। ঘটনা ২০ এপ্রিল, ২০২২

বুলডোজার / তমাল সাহা 

বুলডোজার আমি কখনো দেখিনি এমন নয়। বিভিন্ন প্রকার বুলডোজার আমি দেখেছি এবং এই বিশালকায় যন্ত্রের নির্মাতাদের নামও জানি।

আমি জানতাম বড় বড় প্রোমোটারদের কাছে এই বিশাল সাইজের মারাত্মক যন্ত্রটি রয়েছে।
এও আমার জানা বুলডোজার মানেই গুঁড়িয়ে দেওয়া।
বিশাল বিশাল নির্মাণ, পুরানো প্রাসাদ চূর্ণ-বিচূর্ণ ধুলিসাৎ করে দিতে পারে এই বুলডোজার।
বুলডোজার মানেই ষণ্ডামার্কা ধাক্কাবাজ

আজ জানলাম ছোট ছোট ঝুপড়ি মাথাগোঁজার ঠাঁই– বস্তিও গুঁড়িয়ে দিতে লাগে বিশাল বুলডোজার।

বুলডোজার যখন পোকা খাওয়া চাল,বাজারে ফেলে দেওয়া আনাজপাতি খাওয়া মানুষের নিচু নিচু আশ্রয়গুলি ভেঙে চুরমার করে দেয় তখন এত ছোট্ট কাজ করতে বুলডোজারে আত্মসম্মানে আঘাত লাগে না বিবূক কেঁপে ওঠে না! আমি এই ভাবনায় ভাবিত হয়ে পড়ি।

রাষ্ট্র বুলডোজার হতে পারে! তাহলে বুলডোজারকে প্রতিহত করতে পারে কে?

মানুষ সম্মিলিত হয়ে রুখে দিতে পারে এই বুলডোজার– আমি তার সাক্ষী থাকি।

প্রত্যক্ষদর্শী আমি চিৎকার করে বলে উঠি, দূর হ রে তুই বুলডোজার! ভয় পেয়ে বুলডোজার স্তব্ধ হয়ে যায়, মাথা নিচু করে থাকে।