অবতক খবর: মঙ্গলবার নন্দীগ্রামের দু’টি ব্লকে গ্রাম পঞ্চায়েতের ফলাফল দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পঞ্চায়েতের বাকি দু’টি স্তর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলঘোষণার পর বিরোধী দলনেতার ঠোঁটের হাসি ম্রিয়মাণ। শুভেন্দুর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল ১০,৪৫৭ ভোটে বিজেপির চেয়ে এগিয়ে! যা নিঃসন্দেহে অঘটন।

গ্রামীণ এলাকার বিধানসভাগুলিতে সাধারণত জেলা পরিষদ আসনের ভোটকেই বিধানসভা কেন্দ্রের নিরিখে দেখা হয়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু’টি ব্লক। জেলা পরিষদের আসন পাঁচটি। এর মধ্যে নন্দীগ্রাম ১ ব্লকে তিনটি আসনের তিনটিতেই জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লকের দু’টি আসনে জিতেছে বিজেপি। নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর মোকাবিলায় দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে পাঠিয়েছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলাফল প্রকাশের পর তাঁর কণ্ঠে তৃপ্তির সুর। পাশাপাশিই কৃতজ্ঞতা মমতা-অভিষেকের জন্য, ‘‘মমতাদি রোজ খোঁজ নিয়েছেন। মনোবল বাড়িয়েছেন। অভিষেক পুরো ভরসা রেখেছিলেন। এই জয় মমতাদির। অভিষেকের। দলের। আমি দু’জনের কাছেই সবিশেষ কৃতজ্ঞ।’’