অবতক খবর: রাতে বুকে অস্বস্তি অনুভব করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পর ইসিজি করানো হয়। যদিও রিপোর্টে উদ্বেগের কিছু নেই এমনটাই জানান চিকিৎসকেরা। পরে করানো হয় এক্সরে-ও। বৃহস্পতিবার করানো হবে ‘আল্ট্রা সাউন্ড’। এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার প্রবেশ করছে তাঁর শরীরে। তার মধ্যেই জিভে আমের স্বাদ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

টানা পাঁচদিন ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে। ফলে তাঁর ফুসফুসে কোনও সংক্রমণ হয়েছে কি না তা দেখতে রুটিনমাফিক রক্ত পরীক্ষা ও এক্স রে করা হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট আজ হাতে পাবেন চিকিৎসকরা। তারপর চিকিৎসা পদ্ধতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসকরকারি হাসপাতালে ভর্তি হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে তাঁর শারীরিক অবস্থার।