অবতক খবর,১৪ মার্চঃ আজ থেকে শুরু জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা।এবছর পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী।এবার মোট ২ হাজার ৩৪৯ টি পরীক্ষাকেন্দ্র রয়েছে।বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে পড়েছে উচ্চ মাধ্যমিকের সিট। সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা। এই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৮২ জন যার মধ্যে ছাত্রীর সংখ্যা ১৩৬ জন এবং ছাত্রের সংখ্যা ৪৬ জন। করোনার কারণেই এই সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা না দিয়ে এবছর বসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। স্কুলের সহশিক্ষক ডক্টর মোহাম্মদ শফিউল করিম জানান করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে পরীক্ষা।তবে করোনা বিধি মেনে পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার,মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে।

অপরদিকে, স্কুলের অপর শিক্ষিকা দেবযানি মন্ডল জানান করোনাকালে মাধ্যমিক পরীক্ষা না দেওয়ায় জীবনের বড়ো পরীক্ষা নিয়ে আতঙ্কিত রয়েছেন পরীক্ষার্থীরা, তাই পরীক্ষার্থীদের আতঙ্ক কাটাতে অনেকটাই সহায়তা করছেন তারা।