অবতক খবর,২০ জানুয়ারিঃ আজ বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লক নলহাটি থানার অন্তর্গত বারা অঞ্চলের লোহাপুর মা কালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি শুরু করলেন হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অশোক কুমার চট্টোপাধ্যায় ও বীরভূম জেলার আইএনটিটিইউসির সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য‍্য ও বারা অঞ্চলের নেতৃত্ব বর্গ একদিন প্রচারকার্যের প্রথম কর্মসূচি আশীর্বাদ প্রার্থনা। এই প্রচার কার্যের প্রারম্ভে, দলের নেতাকর্মীরা আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে লোহাপুর মা কালী মন্দিরে পুজো দিলেন।

গ্রামীণ বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করা হয়েছে। ও তার সঙ্গে বারা লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুলের মিড ডে মিলে খাবার খেয়ে পরিদর্শনও করলেন হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক।