অবতক খবর,২১ এপ্রিল: পুরনো কর্মীদের পাশে দাঁড়ানো মানেই শুভ্রাংশু রায়। হ্যাঁ,বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় তিনি আবার প্রমাণ করলেন যে তিনি সবসময় পুরনো নেতা-কর্মীদের পাশের রয়েছেন। প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের যখন রাজনীতিতে উত্থান হয় তখন এই পুরনো কর্মীদের নিয়েই তিনি পথ চলা শুরু করেছিলেন। এখনকার নব প্রজন্মের নেতাদের মত তিনি পুরনো কর্মীদের ভুলে নিয়ে যাননি।

এখনকার নেতারা পুরনো কর্মীদের মনে করতে চান না। কিন্তু শুভ্রাংশু রায় পুরনোদের গুরুত্ব দেন। শুধু পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়াই নয়। তিনি নতুনদের নিয়েও চলেন। আজ ঠিক সেই রকমই এক চিত্র ধরা পড়ল।

গত দুদিন আগে প্রয়াত হয়েছেন বীজপুরের বর্ষীয়ান নেতা কানুলাল সরকার। সেইদিন তিনি সেখানে যেতে পারেনি কারণ ওই দিনই তাঁর পিতা মুকুল রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে আজ তিনি প্রয়াত এই বর্ষীয়ান নেতার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দিলেন।

অন্যদিকে প্রয়াত কানুলাল সরকার, তাঁর স্ত্রী জানান যে, শুভ্রাংশু ঘরের ছেলের মতো আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।