অবতক খবর :: বিয়ের বৌভাতের দুপুরে অনাথদের ভুঁড়িভোজ ও নববস্ত্র প্রদান করল নব দম্পতি।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর পোষ্ট অফিস মোড় এলাকার ঘটনা। রায়গঞ্জের চ্যারিটেবল অনাথ আশ্রম থেকে অনাথদের ডেকে নিয়ে এসে তাদের পেটপুরে খাওয়ালেন নব ঘোষ দম্পতি। রায়গঞ্জের দেবীনগরের নিবাসী চিরঞ্জিত ঘোষের সাথে বিয়ে হয় প্রিয়াঙ্কা সরকারের।

নববধু হিসেবে চিরঞ্জিতের বাড়িতে আসেন প্রিয়াঙ্কা। সে রাতেই অনাথদের ভোজ খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন চিরঞ্জিতের মা তিনু ঘোষ। এদিকে শাশুড়ির ইচ্ছেতে সায় দেন নববধু। এরপরই রবিবার সকাল সকাল রায়গঞ্জের ওই অনাথ আশ্রম থেকে প্রায় ৩০জন শিশুদের এনে এই ভোজ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এদিন মেনুতে ছিল রাধাবল্লবি, ছোলার ডাল, মিষ্টি।

সেইসাথে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় ওই অনাথ শিশুদের হাতে। এদিন নববধু প্রিয়াঙ্কা বলেন, “আমার শাশুড়ির ইচ্ছেতে আজ এই ব্যবস্থা। আমার খুব ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে।”অনাথ শিশুরা জানান,তাদের কোন দিনো কেউ এই ভাবে নিমন্ত্রন করে খাওয়া ও নতুন জামা কাপড় দেয়নি।তারা এখানে এসে খুব আনন্দিত।