নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::     সাতসকালে পণ্যবাহী গাড়ি উল্টে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হলো । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের বাইপাস সংলগ্ন এলাকায় । তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , ৪০৭ পণ্যবাহী গাড়িটি আরামবাগ থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভোর চারটে নাগাদ বিষ্ণুপুর বাইপাস পাশের কাছে একটি কালভার্ট তৈরীর গর্তে পড়ে যায় গাড়িটি সেসময় ঘটে এই দুর্ঘটনা ।

স্থানীয় বাসিন্দারা বলেন , রাস্তার উপর কালভার্ট তৈরি হলেও রাস্তার উপর বড় গর্ত রয়েছে তা এখনো মেরামত করা হয়নি , যার ফলে এই রাতের অন্ধকারে এই ধরনের দুর্ঘটনা বাড়ছে । তাই স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন অতি দ্রুত মেরামত করা হোক তাহলে দুর্ঘটনার পরিমাণ কমবে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশ গিয়ে গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে ।