বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর…

অবতক খবর,৯ মার্চঃ গতকাল কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ” রবীন্দ্র মঞ্চে” ভয়েজ অফ উওমেনের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। কথায়, গানে, নাটকে উঠে এলো নারীদের লড়াইয়ের কথা।

স্বপন শীলের বই– মনু স্মৃতিঃ লিঙ্গ বৈষম্যের আঁতুড়ঘর প্রকাশিত হলো ওই অনুষ্ঠানে। বক্তব্য রাখলেন বিজ্ঞান দরবারের সভাপতি শুভময় বিশ্বাস, কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী সৌমিত্র মুখার্জি, এবং কবি,গায়ক ও নাট্যকার অতনু মজুমদার।
এরপর মূল অনুষ্ঠানের শুরুতেই অতনু মজুমদার ও বান্ধবী মজুমদার তাদের গানে মুগ্ধ করলেন সকলকে। গতকালের অনুষ্ঠানে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখলেন সংগঠনের আহ্বায়কদ্বয় লাকি শীল এবং হিমাদ্রিজা। আবৃত্তি করলেন মনিদীপা শর্মা এবং ঋদ্ধিমা দে। সঙ্গীত পরিবেশন করলেন জয়শ্রী বিশ্বাস। অনুষ্ঠান শেষ পর্বে পরিবেশিত হল সংগঠনের নাটক ” দহন”। এবং দুটি গান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অত্যন্ত মনোগ্রাহী ছিল সমগ্র অনুষ্ঠানটি। উপস্থিত দর্শকের প্রশংসা ও করতালিতে মুখরিত হয়ে ওঠে। ভয়েস অফ উওমেন-এর সদস্যদের মতে গতকালের অনুষ্ঠান তাদের অন্যতম সেরা অনুষ্ঠানগুলির মধ্যে একটি।