অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-   আজ অতিরিক্ত জেলা শাসক সৌম্য ভট্টাচার্য্য ডেভেলপমেন্ট মুর্শিদাবাদের কয়েকটি সেরা পুজো নাম ঘোষণা করলেন বিশ্ববাংলা পক্ষ থেকে এই পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হবে।

চারটি বিভাগে ভাগ করা হয়েছিল ১) সেরা পুজো ২ ) সেরা প্রতিমা ৩) সেরা মন্ডপ ৪) কোভিদ সচেতনতা। তিনটি সেরা পুজো কে ৫০ হাজার টাকা , সেরা প্রতিমা কে ২০ হাজার টাকা , সেরা মণ্ডপসজ্জা কে ৩০ হাজার টাকা ও সেরা কোভিদ সচেনতার জন্য ২০ হাজার টাকা ঘোষণা করা হয়।প্রশাসনের তরফে জানানো হয় ৫৭ টি পুজো মণ্ডপ আবেদন করেছিল ।

তার মধ্যে জেলাশাসক কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল সুজাতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিকবিদ রমাপ্রসাদ ভাস্কর ও চিত্রশিল্পী সলিল দাস পর্যবেক্ষণে পুজো গুলিকে নির্বাচন করা হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয় এই পুজো কমিটি গুলিকে ডেকে সম্মান তুলে দেওয়া হবে।