অবতক খবর,৫ জুন: রবিবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীর নেতৃত্বে এক অভিনব শপথ গ্রহণের মধ্যে দিয়ে সহরকে প্লাস্টিক মুক্ত করার অভিযান শুরু করা হলো।

এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, মুখ্যমন্ত্রী এবং স্টেট আরবান ডেভলপমেন্ট ওথারিটি সুডার নির্দেশে, বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে আমরা শপথ নিলাম যে ৭৫ এবং পরবর্তীতে ১২৫ মাইক্রোয়নের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবো না, কারণ এই বস্তু গুলো পরিবেশ বিরোধী।