অবতক খবর: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ব্যবস্থাপনায় বুধবার সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মন্তেস্বরে। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কুসুম গ্রাম বাজারের অনুষ্ঠিত এই কর্মসূচিতে নাটক ও ম্যাজিকের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ সহ আরো সচেতনতামূলক দিকগুলি তুলে ধরা হয়েছে।

হুগলি জেলার রিষরা থেকে আসা নাট্য দলের এক প্রতিনিধি বলেন , রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অনুমতিক্রমে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে পক্ষ কালব্যাপী বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। এই মুহূর্তে বিশ্বে জনসংখ্যা দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ভারত। অথচ সে তুলনায় দেশে খাদ্যের যোগান বাড়েনি তাই জন্ম নিয়ন্ত্রণ। জন্মনিয়ন্ত্রণের মাধ্যমে ছোট ছোট পরিবার গঠন কি করে সুখী থাকা যায় সেই বিষয়গুলি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি জানালেন, “ফ্যামিলি প্ল্যানিং এর জন্যে নাটক এবং গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিষয়টা। নাবালিকা বিবাহ রোধে গণ সচেতনতা গড়াই ছিল লক্ষ্য”।