অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ দেশপ্রিয় পার্কের ৮৮ফিট দূর্গা প্রতিমার অনুপ্রেরণায়, ৩মাস আগে থেকেই প্রতিমা তৈরিতে উদ্যোগী হয়েছিল হরিণঘাটার সুবর্ণপুর অধিবাসীবৃন্দ পূজা কমিটি। এবার এই পূজা কমিটি ৩৪ তম বর্ষে পদার্পন করতে চলেছে, তাদের বিশেষ আকর্ষণ ৪২ফিটের মা দুর্গার প্রতিমা।

কাঁচরাপাড়ার অমল পাল হলেন সুবিশাল দেবী প্রতিমার নির্মাতা। তার এবং সুবর্ণপুর আদিবৃন্দ পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশ্বের দ্বিতীয় উচ্চতম দূর্গা প্রতিমা দর্শনার্থীদের মনে জায়গা করতে চলেছে। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন হরিণঘাটার প্রিয়া ডেকোরেটার্সের সুদক্ষ শিল্পীরা।পূজা কমিটির পক্ষ থেকে জানাযায় সুবিশাল দূর্গা প্রতিমা সহ মণ্ডপ সজ্জায় ব্যায় হয়েছে প্রায় ১৭ লক্ষ।

দেশপ্রিয় পার্কের দেবী প্রতিমা যেমন আমাদের সকলের মনে চিরস্থায়ী হয়ে রয়েছে, তেমনি এই দেবী প্রতিমাও আমাদের মনের মনিকোঠায় স্মরণীয় হয়েই থাকবে।

উল্লেখ্য, আগামী পঞ্চমীতে এই পূজার শুভ উদ্বোধন।

লাউপালা গাঙ্গুরিয়া অধিবাসীবৃন্দ,শিমুলতলা, হরিণঘাটা,নদীয়া।