অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , মালবাজার (জলপাইগুড়ি) :- ডুয়ার্সের মাল বিধানসভার অন্তর্গত বিভিন্ন চাবাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে।দীর্ঘদিন ধরে তারা চাবাগানের বাসিন্দা হওয়া সত্বেও তাদের জমির পাট্টা দেওয়া হয়নি।বাগানে আছে পানীয় জলের সমস্যা।

শ্রমিকদের ন্যূনতম মজুরি যথেষ্ট হারে বাড়ানো হয়নি।তাদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি পায়নি।

অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার বিকেলে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশাল বাইক র‍্যালি বের করা হয়।

এলেনবাড়ি থেকে এসে বাইক র‍্যালিটি মালবাজার শহর পরিক্রমা করে মালের বিডিও কে একটি স্মারকলিপি প্রদান করে।

এদিন বিজেপি নেতা বি পি বাজগাই বলেন, রাজ্য সরকার মুখে অনেক কিছুই বলে।কিন্তু সেটা বাস্তবায়িত হয়না।সমস্যাগুলো সমাধানের জন্য আজ আমরা স্মারকলিপি দিলাম।