অবতক খবর, সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- বেশ কিছুদিন যাবত জয়নগর এর বিধায়কের নামে প্যাড ও স্ট্যাম্প তৈরী করে এলাকার মানুষদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বানিয়ে তাতে খোদ বিধায়কে র নকল স্বাক্ষর দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে বেআইনি কাজ করিয়ে নিচ্ছে বলে মনির তটের এক যুবকের বিরুদ্ধে বকুলতলা থানায় অভিযোগ করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

গতকাল তাঁর অভিযোগ পাওয়ার সাথে সাথে মনির তট অঞ্চলের উত্তরগড় গ্রামে পৌঁছায় বকুল তলা থানার পুলিশ। সেখানেই অভিযুক্ত সাবির হোসেন মোল্লার সাইবার কাফে টি ঘিরে ফেলে পুলিশ। উদ্ধার হয় বিধায়ক এর নামে ছাপানো নকল প্যাড এবং রাবার স্ট্যাম্প সহ বেশ কিছু বেআইনি সামগ্রী।

ঘটনাস্থল থেকে পুলিশ সাবির মোল্লা, সুরজিৎ বর এবং হজরত মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সাবির হোসেন মোল্লা পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাসি চালাচ্ছে।ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।