অবতক খবর,২৪ সেপ্টেম্বর,মালদা: আবারো বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কৈলাস চন্দ্র দাস বয়স(৫৩)বছর। পরিবারে রয়েছে স্ত্রী গীতা দাস, এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় তিনি সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো আজ সকালে নিজের গ্রামে অন্যের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যান। ইলেকট্রিকের কাজ করার সময় তিনি ছাদে উঠে ইলেকট্রিকের তার ছাড়াই করছিলেন। সে সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকের ওই সিভিক ভলেন্টিয়ার কে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সিভিক ভলেন্টিয়ার পরিবার সহ গোটা গ্রামে।

এই বিষয়ে মৃত সিভিক ভলেন্টিয়ার এর দাদা গোপাল চন্দ্র দাস জানান, আমার ভাই সিভিক ভলেন্টিয়ার কাজের পাশাপাশি ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন। আজ সকালে গ্রামে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। আমরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় আমার ভাইয়ের।