অবতক খবর,১৩ মার্চঃ একদিকে যখন চাকরির দাবিতে কলকাতার রাস্তায় ধরনায় বসেন শত শত চাকরিপ্রার্থী। তখন চাকরির আশাতেই প্রতারণার শিকার হলেন বহুজন প্রতারক। ৪ বছর আগে বিদেশে কাজ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক লোকের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দেই সুতি থানা অরঙ্গাবাদ এলাকার বরোজ পাড়া গ্রামের বাসিন্দা৷ খবর পেয়ে সুতি থানার পুলিশের হাতে গ্রেফতার প্রতারক বছর ৪৫ এর ইমাজিদ্দিন সেখ৷

স্থানীয় সূত্রে খবর, জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল প্লেনের টিকিট, জাল হোটেলের কাজের লেটার সহ একাধিক নথিপত্র জাল করে টাকা হাতিয়ে নিয়ে পালাতক ছিল এই অভিযুক্ত। অবশেষে ৪ বছর পরে বাড়ি ফিরলে পাওনা দারেরা খবর পেয়ে সুতি থানার অভিযোগ করে৷ অভিযোগের ভিত্তিতে প্রতারক ইমাজুদ্দিন সেখের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ৷