অবতক খবর,১৫ নভেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়ায় গত বছর নভেম্বর মাসের 5 তারিখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা বাঁকুড়া পুয়াবাগান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন কয়েকদিনের মধ্যে তৃণমূল ও আদিবাসী সংগঠন মূর্তি চত্বর এলাকায় গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করার পর তৃণমূলের দাবি এটি একটি শিকারির মূর্তি , যাকে বিরসা মুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাল্যদান করেছে ।

বিরসা মুন্ডা বলে আদিবাসী সমাজকে অপমানিত করা হয়েছে , আজ আবার ওই মূর্তিতে ফুল দিয়ে সম্মান জানালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তার কিছুক্ষণ পরে ওই এলাকায় যায় তৃণমূল নেতৃত্ব , মূর্তির নিচে বিরসা মুন্ডার ছবি দিয়ে তারাও মাল্যদান করেন । আর এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক পারদ বিরসা মুন্ডার জন্ম দিনে ঊর্ধ্বমুখী ।