অবতক খবর,১৫ নভেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হলেন হাসপাতালের কর্মরত নার্সরা ।

সোমবার কর্মরত নার্সদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর । ঘটনা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের । এদিন তারা একাধিক দাবি-দাওয়া নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিক্ষোভরত নার্সরা । মূলত এক , বেতন বৈষম্য ঠিক করতে হবে । দুই , ন্যায্য পে-স্কেল দিতে হবে । তিন , 35 জন স্টাফ নার্সের বদলির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে । এই ধরনের বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে তারা হাসপাতালে বিক্ষোভে সামিল হন ।

বিক্ষোভরত এক নার্স বলেন , আমরা শাসক-বিরোধী নই । আমরা শাসকের কাছে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি । করোণা পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দিতে আমরা লড়াই করেছি ।