অবতক খবর,১৬ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ১ ব্লকের বিডিও অফিসের একটি বিল্ডিং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। হঠাৎই বুধবার রাত্রে বিল্ডিং এর একটি অংশ ধসে যায়। যার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। তবে রাতে বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ায় হতাহতের বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিডিও অফিসের বিল্ডিং ভেঙ্গে পড়ার পর বৃহস্পতিবার সকাল থেকে বিডিও অফিসের ১ নম্বর গেট বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের জন্য দুই নম্বর গেট খুলে রেখেছে ভরতপুর ১ বিডিও অফিস ও ভরতপুর ১ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। বিডিও অফিস ভেঙ্গে পড়ার পর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে।

ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব এই বিল্ডিং এর একটি সুরাহা করা হবে। তবে এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ভরতপুর ১ ব্লক এর বিডিও আবিদা সুলতানা।