এই দেশ তোমার ভারতবর্ষ! বেটি বাঁচাও বেটি পড়াও– এই জনপ্রকল্পের 80% টাকা খরচ হয়ে গেল বিজ্ঞাপনে। 2016 থেকে 2019 এই তিন বছরে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 446 কোটি 72 লাখ টাকা। সেই অর্থের 78• 91 শতাংশ অর্থাৎ 332 কোটি 50 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বিজ্ঞাপনে!

বিজ্ঞাপন
তমাল সাহা

মুখ দেখা যায় বিজ্ঞাপনে।
তুমি আমি নিশ্চুপ থাকি
কোন কারণে?
এ শ্রীমুখ দেখার নাকি!
তাও তোমায় দেখতে হবে।
কার টাকায় দেখাচ্ছে মুখ
সেটা তুমি ভাববে কবে?

তুমি কি জানো, এই ভারতে
কি আছে তোমার বরাতে?
বেটি বাঁচাও বেটি পড়াও–
এটা কি কোনো গল্প না জনপ্রকল্প!
এ প্রকল্পের টাকা যাচ্ছে চলে
বিজ্ঞাপনী খাতে।
তুমি শালো! চাপড়াও কপাল
কপালপোড়া হাড়-হাভাতে!