অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাংসদ জনাব আবু তাহের খান মহাশয়ের নেতৃত্বে ও নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনা কমিটির সদস্য সফিউজ্জামন সেখ (হাবিব মাস্টার) এর উদ্যোগে, বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও কৃষক মারা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ঐতিহাসিক ট্রাকটার মিছিল।

উপস্থিত ছিলেন : আবু তাহের খান মহাশয়, (সাংসদ) সভাপতি, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস। 2) সফিউজ্জামান সেখ (হাবিব মাস্টার) সদস্য, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস।

3) জুলফিকার আলী ভুট্টা, সদস্য, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস। 4) মনিরুল ইসলাম, যুব নেতা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস।