অবতক খবর :: বাঁকুড়া:: ৩ জুন::    “জনগণকে আপনারা আর মিথ্যে কথা বলবেন না, জনগণ আপনাদের মুখোশ খুলে দিয়েছে”- বাঁকুড়া জেলা তৃণমূল ভাবনে আয়োজিত দলীয় কর্মসূচীতে বিজেপি নেতাদের ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শুভাশিষ বটব্যাল। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরাও।

“বিজেপি বাঙ্গালী বিদ্বেষী” এই অভিযোগ তুলে তিনি আরও বলেন, “কেন্দ্রের কাছে রাজ্যের ৫৩ হাজার কোটি টাকা পাওনা থাকা সত্বেও এক টাকাও দেওয়া হয়নি। ঐ টাকা ‘কোন দয়ার টাকা নয়’ ন্যায পাওনা টাকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি আটকে রেখেছে। ঐ পাওনা টাকা পেলে এই করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউন ও ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতিতে রাজ্যের মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া যেত। ”

বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের নাম না করে তৃণমূল সভাপতি অভিযোগ করেন , “বর্তমান করোনা ও ঘূর্ণিঝড় আমফান পরবর্তী সময়ে বিজেপির কাউকে মানুষের পাশে দেখা যায়নি। খিল দিয়ে তিনটে চাবী লাগিয়ে ঘরের মধ্যে ঢুকে দিল্লীর নির্দেশে ‘হোয়াটসঅ্যাপে মিথ্যে অপপ্রচার’ করে গেছে। “