অবতক খবর , সুজিত , হুগলি :- সদ্য তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর প্রবীর ঘোষাল এলেন শ্রীরামপুর সাংগঠনিক কার্ষালয়ে। জেলা বিজেপি তরফে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। উপস্থিত ছিল জেলার উত্তরপাড়া বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভার বিজেপি কার্ষকর্তারা। এদিন আগাগোড়া খুশিতে ছিলেন প্রবীর ঘোষাল। আপ্লুত প্রবীর ঘোষাল বলেন, লড়াই জীবনের অঙ্গ, একজন কর্মী হিসাবে বিজেপি দল যে দায়িত্ব দেবে তা আমি পালন করবো।

বিধায়ক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, শুধুমাত্র বিধানসভা এলাকায় সাধারণ মানুষের জন্য যে বাকী কাজ রয়েছে তা শেষ করা। এখনই বিধায়ক পদ ছেড়ে দিতে পারলে বেঁচে যাই। এদিন হিন্দমোটর এলাকায় বিজেপি নামে লেখা প্রবীর ঘোষালের নামে পোস্টার প্রসঙ্গে বলেন, এটা বিজেপি দলের কাজ নয়। যাঁরা আমার মুখে কালি লাগাচ্ছে, তারাই এই কাজ করছে। এতে আমার আরো সুবিধা হচ্ছে। জনগন এর উত্তর দেবে ভোট বাক্সে। পাশাপাশি শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, এই ধরনের কুরুচিকর পোস্টার বিজেপি দলের কর্মীরা দেয় না। তৃনমূলের দুস্কৃতিরা প্রবীর ঘোষালের নাম লিখে পোস্টার দিয়েছে।