অবতক খবর,৯ নভেম্বর: আজ মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটি পেট্রোল পাম্প বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থক রা। সহ-সভাপতি মাফুজা খাতুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলীর আগের দিন পেট্রলে 5 টাকা ও ডিজেলের 10 টাকা দামকম করেছেন।  কিন্তু কেন্দ্রের যে এক্সসাইজ ডিউটি সেটা তিনি ছেড়েছেন। কিন্তু ভারতবর্ষে আরজে বাইশটি রাজ্য আছে জোট সেখানেও কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গে যেখানে মা-মাটি-মানুষের সরকার বলা হয় সেই রাজ্যে এখনও পর্যন্ত পেট্রোল ও ডিজেলের চেয়ে যে ভ্যাট সেটি কিন্তু এখনো কমানো হয় নি।

মাফুজা খাতুন বলেন, তিনি মোটর বাইকে করে নবান্ন গিয়েছিলেন এবং তার ভাইরা গরুর গাড়ি চেপে পেট্রলপাম্পে আন্দোলন করেছিলেন। কিন্তু যেখানে তারা জনদরদি সরকার বলে নিজেকে পরিচয় দেন সেখানে এখনো পর্যন্ত পেট্রোল ও ডিজেলের উপর দাম কমানো হল না। যতদিন না এই সরকার পেট্রোল ও ডিজেলের দাম না কমায় ততদিন এই আন্দোলন চলবে পেট্রল পাম্পগুলি তে।