অবতক খবর, সংবাদদাতা : বিজেপির নেতা হওয়ার মন্ত্র বাতলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দলের কর্মীদের কাছে নেতা হওয়ার মন্ত্র প্রকাশ্যে তুলে ধরলেন। বারাকপুরে বিজেপির গোষ্ঠী কলহ যে ব্যাপক আকার নিয়েছে তা দিলীপ ঘোষের সভাতেই পরিষ্কার হয়ে গেল। আর এই সভাতেই বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এক নতুন পথ বাতলে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  গান্ধীজি তিরোধান দিবসে উপলক্ষে ব্যারাকপুরে এসে চা-চক্রের আয়োজন করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মী-সমর্থক নেতাদের সঙ্গে বৈঠক করেন।  ওই বৈঠকে দলীয় কর্মীরা দলের দুরাবস্থার কথা তুলে ধরতে ধরলে তিনি তাদের দিকে নেতা হওয়ার নতুন পন্থা যার কথা জানিয়ে বিতর্ক ঝড় তুলে দেন।  তিনি পরিষ্কার জানান যে, বিজেপির নেতা হতে গেলে জেলে যেতে হবে। তিনি বলেন, জেলে না গেলে নেতা হওয়া যায় না। তিনি বলেন, লড়াই করতে হবে পুলিশ মামলা দেবে, ভয় পেলে হবে না, পুলিশ কেস তো দেবে।  তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, লড়াই দিতে না পারলে জেলে না যেতে চাইলে ঘরে বসে থাকুন, আমরা একুশে ক্ষমতায় আসি তখন ঘর থেকে বেরোবেন, নচেৎলড়াই করুন আর জেলে যান, আর নেতা হন।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই প্রথার বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, যেভাবে বিজেপি তাণ্ডব করছে তাদের সত্যি সত্যি জেলে যেতে হবে, যে কথা আগেভাগেই বলে ফেলেছেন দিলীপ ঘোষ। তিনি আরো জানান, দিলীপ  বাবু জেলের রাজনীতি, মারদাঙ্গা রাজনীতি করতে অভ্যস্ত, তাই তিনি নিজের কথা বলেছেন। বিজেপির নেতা হওয়ার মন্ত্র বাতলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দলের কর্মীদের কাছে নেতা হওয়ার মন্ত্র প্রকাশ্যে তুলে ধরলেন।