অবতক খবর,১৪ ফেব্রুয়ারি: রাজ্য নেতৃত্বের তরফে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছিলেন যে, যে কোন কমিটি মন্ডলে গঠন করতে গেলে রাজ্য নেতৃত্বকে তা জানাতে হবে এবং সেখান থেকে অনুমোদন নিতে হবে। ‌ পরবর্তীতে দেখা যায় রাজ্য নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করেই বিভিন্ন অঞ্চলে বিজেপি তার বুথ কমিটি গঠন করেছে। পুরনো নেতৃত্বদের সেই কমিটিতে পুরোপুরি বাদ দিয়েছে। ‌ এমন ঘটনা ঘটায় এই নির্দেশ।

কাঁচরাপাড়া হালিশহর অঞ্চলেও এই ঘটনা ঘটেছে। যে সমস্ত কমিটি গঠিত হয়েছে তাতে দেখা যায় বিশেষ করে তৃণমূল থেকে আগত নয়া বিজেপিয়ানরাই সেই কমিটির বিশেষ বিশেষ পদগুলি পেয়েছেন এবং সদস্য মনোনীত হয়েছেন। এতে নিজেরা হাতে করে শ্রম দিয়ে যারা বিজেপি দল এই অঞ্চলে তৈরি করেছিলেন অর্থাৎ প্রকৃত পুরনো বিজেপি কর্মীরা বঞ্চিত হয়েছেন, এতে তারা ক্ষুব্ধ। ‌ সংগঠনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে এইজন্য এই সংবাদ পেয়ে উচ্চ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন যে, নতুন কমিটিগুলিকে মান্যতা দেওয়া হবে না। ‌ কারণ তারা রাজ্য নেতৃত্বের নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। ‌