অবতক খবর,২ ডিসেম্বরঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘জালে ধেরে ইঁদুর ধরা পড়া’ প্রসঙ্গে বিচারপতিকে ভাষা সংযত হওয়ার পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি পানীয় জলের আঁধার প্রথমে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন খোরদার বিধায়ক রাজ্য বিধানসভার কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় সহ পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সহ আধিকারিক।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তৃতায় কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন আমাদের দলে দু একজন চোর রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সমস্ত রাজনৈতিক দলেই চোর থাকে। যদি কোন রাজনৈতিক দল হলপ করে বলতে পারে সেই দলে কোন চোর নেই তাহলে সারা জীবন সেই দলের চাকর ভিত্তি করব।

পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন খুব শীঘ্রই জালে ধেরে ইঁদুর ধরা পড়বে,এই প্রসঙ্গে পানিহাটি পৌরসভার উদ্যোগে সোদপুর পানশিলায় পাম্পিং স্টেশন উদ্বোধন করতে এসে খড়দহ বিধানসভার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে ভাষা সংযত করার পরামর্শ দিলেন, বিচারপতির উদ্দেশ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমার দলের বা বিরোধীদলের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত,তিনি বিচার ব্যবস্থা সঙ্গে যুক্ত আছে যাদের আমরা শ্রদ্ধার চোখে দেখি,ওনারও একটু ভাষা সংযত হওয়া ভালো,ধরা পড়লে ধরা পড়বে,শাস্তি পাবে,তারও বাক সংযম হওয়া দরকার।