অবতক খবর,৪ ডিসেম্বর: নদীয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর সিটি জংশনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান করলেন বিএসএফের পক্ষ থেকে। এই দিন সর্বসাধারণের ব্যবহার্য কৃষ্ণনগর স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা আবর্জনা মুক্ত করতে এগিয়ে এসেছে বিএসএফ।

স্বচ্ছতা পখোয়ারা উপলক্ষে বিএসএফের নদীয়া জেলার প্রধান সেক্টর হেডকোয়ার্টার কৃষ্ণনগর সেক্টরেরের কর্মী ও আধিকারিকরা আজ নিজে হাতে সাফাইয়ে অংশ নেন। পরিষ্কার পরিচ্ছন্ন করবার পর স্টেশনের প্লাটফর্মে সহ বিভিন্ন স্থানে তারপর তারা ব্লিচিং পাউডার এবং ফিনাইল এসিড ছিটিয়ে দেন।

স্টেশনে ঢোকার মুখে জনবহুল রাস্তার গাছের ডালপালা বেরিয়ে থাকা অংশগুলি সাফশুতরো করে। সাফাই অভিযানে আজ ১০০-র বেশি বিএসএফ কর্মী জওয়ানরা মিলিত হয় বলে জানান ডিআইজি অম্বরিশ কুমার আরিয়া।