অবতক খবর , শিব সংকর , বালুরঘাট :- পুজোর আগে খেটে খাওয়া মানুষদের সঙ্গে শরতের আমেজ ভাগ করে নিতে মাঠে নামল বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন গিভ মোর লিভ মোর। রবিবার সকাল থেকেই বালুরঘাটের বেলাইন এলাকায় সংগঠনের সদস্যরা দুস্থদের মধ্যে নতুন জামা কাপড় বিলি করেন।

শুধু তাই নয়, জামা কাপড়ের সঙ্গে ছোট মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সমস্তটাই রয়েছে সেখানে। এককথায় পুজোর গন্ধ মাখা এক মেলার আয়োজন হয়ে গেল বালুরঘাটে। তবে পুরোদস্তুর স্বাস্থ্যবিধি মেনেই বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলেছে।

এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জানান, বাঙালির সেরা উৎসবে এই খেটে খাওয়া মানুষেরা যেন আনন্দে মেতে উঠতে পারে , সেই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।

পুজোর মরসুমে তাদের গায়েও যেন নতুন জামা উঠতে পারে। পাশাপাশি, ছোট বাচ্চাদের বিনোদনের জন্য খেলনা ও জুতো দেওয়া হয়েছে। তাছাড়াও, সকলের বাড়িতে পুজোর মধ্যে যথেষ্ট অন্নসংস্থানের উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় আনাজ প্রদান করা হয়েছে।