আজ ১১ আগস্ট। ক্ষুদিরাম বসুর ১১৩ তম শহিদ দিবস। বোমারু বিমান শুনেছি।এ ছিল বোমাবাহী বালক। আজ তাঁকে শ্রদ্ধা।

বারুদ বালক
তমাল সাহা

তুমি একদিন মেরেছিলে বোমা
ইংরেজ করেনি ক্ষমা।
এখনো স্বপ্নে দেখি তোমার চেতানো বুক।
নিজেকে কত হীন মনে হয়
বাতাস ব্যঙ্গ করে, ওরে উজবুক!

এখনো ভেসে ওঠে চোখে
দেখি ঝুলছে সেই ফাঁসির দড়ি।
এখন থাকলে
নিষ্ঠুর শাসক করতে উৎখাত
বানাতে কত বোমা ঝুড়ি ঝুড়ি?

আমি ভাবি তোমার কথা
হে বিস্ময়ী কিশোর!
কবে আসিবে বারুদ বালকেরা আবার
উঠিবে বালার্ক, হিরন্ময় ভোর।