অবতক খবর,২৮ মার্চ,বনগাঁ: বাড়িতে বসে বেআইনি মদ গাজা বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধূকে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করছিল প্রতিবেশী অবৈধ মদ ব্যাবসায়ী ও তার সাগরেকরা। যার প্রতিবাদে করায় মহিলাকে মারধর করে লোহার রড দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় হয়েছে বলে অভিযোগ। ঠেকাতে গেলে তার স্বামীকেও মারধোর করা হয়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ভুলোট গ্রামে। স্থানীয়রা মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে৷ গৃহবধূর স্বামী নব কুমার সিংহ বনগাঁ থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে পুলিশ ।