অবতক খবর,৪ সেপ্টেম্বর,মালদা:- দুয়ারে প্রশাসন! ইংরেজ বাজারের মহদীপুরে ক্যান্সার আক্রান্ত শাশুড়ি, বৌমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, দুয়ারে সরকার শিবিরে হাজির হতে পারেননি। সেই শাশুড়ি ও বৌমার বাড়িতে গিয়ে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিলেন বিডিও সৌগত চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিংহ, স্থানীয় তৃণমূল নেতা চন্দন ঘোষ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন ভিডিও মহদীপুর গ্রামে গিয়ে সে ক্যান্সার আক্রান্ত শাশুড়ির স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনপত্র ও বৌমার লক্ষ্মী ভান্ডারের আবেদন পত্র পূরণ করে দেন।

অপরদিকে যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে গিয়েও বিডিও নিজের স্বাস্থ্য সাথীর আবেদনপত্র পূরণ করে দেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।