অবতক খবর,১ ডিসেম্বরঃ বাংলাদেশের জঙ্গি তমাল রায় চৌধুরী ওরফে ম্যাক্সসন এর মৃত্যু সংবাদ শোনার পর যথেষ্টই হতবাক বরানগর নর্দান পার্কের তমাল রায় চৌধুরীর আবাসনের বাসিন্দা থেকে শুরু করে তার ঘরে কাজ করা পরিচারিকাও, তমাল রায় চৌধুরীর বরানগরের আবাসনের পরিচারিকা বলছেন, তমাল রায়চৌধুরী যথেষ্টই ভালো মানুষ ছিলেন,তাকে দেখে কখনোই সে যে জঙ্গি তা বোঝা যেত না,যথেষ্ট ভালো ব্যবহার ছিল তার,মাঝেমধ্যে স্ত্রী অর্পিতার সাথে ঝামেলা হতো তমাল রায় চৌধুরী ওরফে ম্যাকশনের,তমাল রায়চৌধুরীকে যেদিন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় সেদিনই তারা জানতে পারে যে সে বাংলাদেশের এক কুখ্যাত জঙ্গি,তমাল রায় চৌধুরীর মৃত্যু সংবাদ শোনার পর আবাসনের বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেকেই যথেষ্টই হতবাক হয়ে পড়েছেন।